ছোট্ট মেয়ে রাকা
শিখছে ছবি আঁকা,
রামধনুতে রং ঢেলেছে
মেলে রঙিন পাখা।


রং সে করে কত
সূর্য্যমুখী,পাখির ছানা,
কুকুর, বিড়াল যত।


মায়ায় ভরা চোখ দুটো তার
প্রাণ জুড়ে যায় দেখে,
রং ঢেলেছে খাতা জুরে
রঙেতে রং মেখে।


মধুর মতো মিষ্টি হাসি
রং লেগেছে গালে,
খাতার পাতায় ফুল ফুটেছে
শান্ত দীঘির জলে।


রং বে রঙের ফুলের বাহার
সূর্য্য উদয়, সবুজ পাহাড়।
রং লেগেছে রাকার হাতে
মিষ্টি হাসির আলতো ঠোঁটে।


পুতুল সোনা রাকা,
যেন রং তুলিতে আঁকা-
মায়ের কোলে ঘুমিয়ে পড়ে
মেলে রঙিন পাখা।