তোমায় দিলাম আমার হাসি,
আমার গানের ছোট্ট মালা।
তোমায় দিলাম স্নিগ্ধ বাতাস,
পাখির ডাক,আর ফুলের সুবাস।
তোমায় দিলাম আমার আকাশ,
আমার সূর্য্য,চন্দ্র,তাঁরা।
তোমায় দিলাম দূর গগনে,
ভেসে যাওয়া মেঘের ভেলা।
তোমায় দিলাম রামধনু রং
প্রজাপতির রঙ্গিন পাখা।
তোমায় দিলাম শিশির ভেজা,
নরম ঘাসের সবুজ মাঠ।
তোমায় দিলাম নীল পাহাড়ের,
বৃষ্টি ভেজা শৃঙ্গ-চূড়া।
তোমায় দিলাম ঘুম ভাঙ্গানো,
মাতাল হাওয়া,ভোরের আলো।


তোমায় দিলাম স্বপ্ন চাবি,
স্বপ্ন গুলো করতে পূরণ।
ইচ্ছে করে ইচ্ছে মতন,
বন্দি ঘরের স্বপ্ন গুলো
খুলবে তালা করবে পূরণ।


জন্মদিনে দেবার মতন
রইলনা আর কিছুই এখন,
যা ছিল সব উজার করে
দিয়েছি তোমার হাতে ধরে।
এ সব ছাড়া কিছুই যে আজ
নেইকো আমার হাতের মুঠোয়।
জন্মদিনে তোমার কাছে,
এটাই এখন আমার দাবি -
যত্ন করে রাখলে চাবি
খুলবে তালা মিলবে সবই।


ভালো থেকো শুভ জন্মদিন।


---কৌশিক আচার্য্য---
    ১৫/০৫/২০০৫