তিয়া-তুন্তাই বোন দুটি
ভীষণ করে খুনসুটি।
একটি হল সহজ সরল
অন্যটি খুব হিংসুটি।


তবুও তারা দুজন
পাখির যেন কূজন,
বানিয়ে কথা গল্প বলে
কথায় কথায় ঝগড়া চলে।


আমার বাড়ি, মামার বাড়ি
থাকবো না আর তোদের বাড়ি।
মা, চলো তো এক্ষুনি যাই-
চলছে তাদের ভাব ও আড়ি।


তিয়ার আছে গল্প-কথা
দুষ্টামি আর চঞ্চলতা।
তুন্তাই? সেতো বড়দিদি ভাই
যেন পাকা বুড়ি।


তুন্তাই গান গাইতে পারে,
নাচতে পারে তিয়া।
আঁকতে ছবি ভালোই পারে
বাঘ-ভাল্লুক টিয়া।


কি আর বলি তাদের কথা?
দুজন খুবই ভালো,
দুষ্টামিতে স্কোর দুজনার
সেঞ্চুরি পার হলো।