ক।
কি এমন সহজিয়া রাতের উদরে
পোড়ে আগুনপোকা, ভাটপুকুরে চাঁদের পারদ
ঝিলিমিলি বায়ু প্রবণ উম্মাতাল।


খ।
রাত্রিগামীতায় দানা বেঁধে ঘুমপ্রহরে
আঁধারগুলো পার্থিবতার আচ্ছাদন।
জেগে থাকে বোকা চাঁদ প্রকৃতি সঙ্গমে
থই থই ভাট পুকুরে জলকেলীতে।


জেগে রয় ছায়াপথ তারকাবনে ।


জোনাক রাতের ভাটপুকুরে প্রতিবিম্বের স্বর ।