তরল শীতলতা, বাতাসের স্রোতে
তেরে আসে নির্জন এই তটিনীর বুকে।
তন্ময় হয়ে,
বসে থাকা তচ্ছকের চোখে
অথবা,
কালো মেঘের প্রেমে পরা প্রেমিকার চোখে।
খুব কৃষ্ণ কলির, অব্যয়ী সৌহার্দে
আলোর নিচের অতৃপ্ত বৃক্ষের সমাপ্তির রোধে
আসে, যুগ যুগের
তেপান্তরে,
প্রানের বিনিময় বার্তা নিয়ে।
কথ্য, তাহার কিয়ৎ সংমিশ্রনে বায়ু
বহু প্রচেসষ্টার প্রয়াশ, অবধারিত!
ভিজিবার তরে নেমন্ত্রন,
শুকায়ে আসিলো বলে,
আত্ম আপেক্ষা, তৃষ্ণার্ত প্রেমিক মন।
বৃষ্টি!
ঠাঁয়, তারে আগলে রাখিবো,
জল কণার সাথে তব তড়িৎ স্ফুলিঙ্গ
আগ্রায্য!
পাশাপাশি,
কাছাকাছি
শুধু মনের দূরত্বই "সম্পর্ক"!
বৃষ্টি, আদি জন্ম, জন্মান্তরের কুন্ঠিত
পরকালে, মৃত মৃত্ত্বিকায় আলোড়িত
অলস প্রেমের বৃত্ত বর্জিত
সত্য এ সম্বোধনে তুমি বৃষ্টি, আমন্ত্রিত।