স্বপ্ন চুরি!
যেথায় স্বপ্ন রাখা ছিল,
এক চিলতে হাঁসি মাখা মুখে,
এক রত্তি ভালবাসার সাথে,
এক টুকরো তনুর গন্ধে মিশে।
দুই ফোঁটা জল,
স্বপ্নের চুরি শেষে।
কাছে এলেম জীবন বিলীন করে,
মলিন মুখে, স্বপ্ন হয়েছে চুরি।
আমাদের নয়, আমায় একা করে।
শত ক্রোশ বয়ে আনা,
স্বপ্নের সাথে স্বপ্ন মেশাতে মানা।
স্বপ্ন হয়েছে চুরি,
বলে কি হবে, স্বার্থপর, স্বপ্নে আছে কি আহামরি।
বলার আছে, ছিলও বেশ,
তবু তারে মিছে পিছু ডাকি।
রবেকি আমার সাথে, হাতে হাত মিশে,
আমার রোদ্রময়ী!