প্রেম নাই প্রেম নাই
পৃথিবীতে প্রেম নাই
ছলনার ছাঁচে গড়া ধোঁকা
সবাই স্বার্থপর
সময়ের অনুচর
আজ শুধু বনে যাই বোকা!
কোথায় মানুষ আছে?
মানুষ তো দেখিনাকো
মানুষ তো আজ যেন পশু!
মমতারা মরে গেছে
মমতা কোথায় গেছে?
ভাগাড়েতে পড়ে থাকে শিশু!!
কোথায় মানুষ পশু?
পশুর জীবন ভালো
পশুর তবু তো প্রেম আছে;
মানুষেও পশু আছে
নাকি পশুতে মানুষ আছে?
পশুর শাবক তবু বাঁচে;    
আপন শাবক ফেলে
পশুরা যায় কি চলে?
এমন উদাহরণ আছে?
নাই মানুষের মতো
পশুর মতো মানুষ
পশুর চে' নিচে গেছে নেমে!
আবার কখন পাবো?
মানুষের মতো ভালো
মানুষ হওয়া গেছে থেমে?
প্রেম নাই প্রেম নাই
পৃথিবীতে প্রেম নাই
আছে শুধু থোকা থোকা ধোকা!
প্রেম নামে গেম যতো
ছলা কলা আছে কতো
হিসেব তো নাই লেখা জোখা!!  
কোথায় আলোরা থাকে
আলোরা কোথায় আছে?
নবীর জীবন থেকে শিখে;
চলো,আবার মানুষ হই
আমরা মানুষ নই
চলো যাই স্রষ্টার দিকে...