পুরো রাষ্ট্রযন্ত্র দিয়ে যুদ্ধ ঘোষণা করি
মশার বিরুদ্ধে পরিবার পরিকল্পনার বড়ি
প্যাকেট বিতরণ করি তবু বাড়ে দাড়ি
এত চাঁচি মাছি তবু আছে মাকড়সা বেঁচে
আছে করিনি তো চাষ তেলাপোকা হেসে
দেখে টিকটিকি পিঁপড়ে কীট কিছু নেচে
নেচে-গেয়ে এখনও খেলে নাকের কাছে
চোখের ভেতর পেটের ভেতর কৃমি আর
ব্যাক্টেরিয়া কেন হয় চাষ? কি চাস? সার?
প্রকৃতি তবে কিসের আধার? আঁধার নেমে
আসে চোখে না চাইলেও ঘুমাতে থেমে
যায় না হৃদয় ঘুমিয়ে গেলেও জাগে তাই
রক্তের পথ চলা না চাইলেও মরে যাই!
আমার চাওয়া পাওয়ার দাম কতটুকু!!