দিকভ্রান্ত মস্তিষ্কের নানামুনিয়
হাজারো হিজিবিজি মতবাদের পৃথিবীতে আমি
দেখেছি সুকৌশলের চানক্যনীতি
দেখেছি বুর্জোয়া বেশালীন পৃতি।


সাম্রাজ্যবাদী শোষণের শাসন স্মৃতি
ভোলেনি মানুষ যেখানেই খুজেছে শরণ
সেখানেই হিটলারের থাবা থেকে
বেরিয়েছে ধোঁয়া তুলসি ধোয়া
গোয়েবলসীয় প্রচার চালায় মিডিয়া।


রক্তের হোলি এখনো দেখে সভ্য দুনিয়া
শান্তির মুখোশধারীর বিষাক্ত ছোবলে
এখনো অবোলা নারী নিষ্পাপ শিশু আর
নির্দোষ নিরীহ মানুষের অকাল মৃত্যুুতে
কেঁদে ওঠে মানুষের প্রাণ।


এখনো আমার কবিতারা কাঁদে
অসহায় আর দূর্বলেরা যখন মরছে শুধু
অত্যাচারী সব যালিমের হাতে
যখন দেশে দেশে চলে মযলুম
মানবতার অপমান।