সবাই ঘুমিয়ে যাচ্ছে ঢেউহীন সমুদ্র
রুদ্র আক্ষেপ তলিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে
অন্ধকারের পেটে; মেটে ইদুরও
গর্তের গভীরে চোয়ালে হেমন্তের দানা;
ডানা শ্রান্ত শান্ত তাই চিলের
দু'চোখ; হোক আজ স্বপ্নপূরী কুয়াশায়
কামকেলী জোনাকির সুখ।
মুখ গুজে পড়ে আছে গোয়ালের পশু
কুকুরের দিপ্রহরা ডাক বিদঘুটে হয়ে
ওঠে নির্জন মাঠ;খাট থেকে ঘন ঘন
উঠে দাদু প্রয়োজন শেষে ঘুমাবে আবার;
বাবার কাশির শব্দও যাবে থেমে;
নেমে এসে বিছানা থেকে তুমি বলবে;
চলবে আরো কত চলো ঘুমাবে এখন;
এ ক্ষণ আসলেই কলম
গুটিয়ে খাতা ঘুমাবো আমি ও কবিতা।