চলছে চতুর্থ মাত্রার দ্ব্যর্থবোধক সময়
পঞ্চম মাত্রার কোন এক অজানা রাশি
ধেয়ে আসছে আমাদের দিকে শীঘ্র
আরও একটা ধাক্কার অপেক্ষায় থাকা..
অপেক্ষায় না থাকলেও
দূর্বল পৃথিবীর মানুষের জেনে রাখা ভালো
আর একটি ধাক্কা আসবেই ;
তবে এই কিস্তিতে যতটা কাব্য কিস্তিমাত করেছো
সে দ্বিতীয় সুযোগ পাবে তো?
পেলে তো আবার সরস কবিতা
লিখবে মানুষ;
সুযোগে লাভ কী?..যে যার মতো ঐ তো পড়ে আছি
তেলের ব্যারেলে মুখ কলম হাত
ইত্যাকার ডুবিয়ে চুবিয়ে চুষি মেরেই যাচ্ছি
মেরেই যাচ্ছি!..
কই হুশ?উল্টো বিপদকে নিয়ে বিনোদনে ব্যস্ত!
স্রষ্টা নিশ্চয়ই মাইকিং করবে না
এই বলে যে "সাবধান হ"..
শুধু বলবেন অনেক হয়েছে পারো বটে!
স্রষ্টা নিশ্চয়ই পঞ্চমুখ মানুষের রস বোধে!
কোন পাপটা বন্ধ আছে শুনি?
ধর্ষক এখনও শিরোনাম, খুনি?
এখনও তো শিরোনামই আছে!
তেল চুরি!
চাল চুরি!
কবিতা চুরি!!
সারি সারি চুরি
'বাড়াবাড়ি'?
সে ও বেড়েই চলছে..
এবার চোরকেই চুরি করতে খুনিকে খুন করতে
বাড়াবাড়ির বাড়াবাড়িকে ছাঁটতে শীঘ্র
আরেকটা ধাক্কা যে আসতেই হয়
জগৎ নিয়ন্তার একটা আদেশ তবে কি আসন্ন "ধ্বংস হ"...


(আমরা কতটুকু প্রস্তুত?..)