তুমি চোখ দুটো যতই টান টান করো
দু' আঙুলে পাতা দুটো ফাঁক করো ..
টেনে টেনে প্রসারিত করো তোমার রড আর কোনে
মিলবে না সাড়া ইশারায় বুঝে নিতে হয় মনের বিজ্ঞান বড়
দুরুহু আর জটিল সব কারবার চলে বুকের ভেতর নির্ঘুম হৃদয় সে
কতবার সমস্ত শরীরের পৃথিবী ঘুরে ঘুরে অবিশ্বাস ছেঁকে নেয় রোজ
তোমার প্রেম বিশুদ্ধ করে দেয় তুমি তার কখনো রাখো কি খোঁজ?
তুমি তো ঘুমিয়ে গেলে আয়েশের নরম বিছানায় পাতে নি বাসর
হাশরের মাঠ কায়েম হলেও খুজে পাবে বন্ধুর মন সেই দূর্দিনে
আমার হাত ধরে এগিয়ে দিতে এসো অচেনা পথ সুরম্য আসর
একদিন ভালোবেসে কাছে নিও প্রিয় বলে হাত রেখো হাতের
আস্তিনে গুজে দিও মনের গোলাপ ...