আমি ভুলে যেতে চাই
তার হৃদয় থেকে হৃদয় আমার
আমি খুলে নিতে চাই
আজ সব ভুলে যেতে চাই.....
স্মৃতির শো-কেস থেকে তার
সব উপহার সরিয়ে বিস্মৃতির
গহীনে এক এক করে
বাক্স বন্দী করতে চাই...


বাঁশের বাগান থেকে উঁকি দেওয়া
ষোড়শী চাঁদ তুমি সরে যাও সরে যাও..
তোমার বিবাগী জোৎস্না গুটিয়ে নাও...
কেন টেনে আনো চোখের ভেতর?
বুকের ভেতর?রক্তের ভেতর অজানা তুফান?
অচেনা অস্থির করে তোলা মুখচ্ছবি তার
গুটিয়ে নাও....
আঙুল ছুঁয়ো না ফুল
বিশ বছর আগের এক ফাল্গুন থেকে
গুটিয়ে নিয়েছি যে হাত
বেহাত স্বপ্ন আর কেউ
রেখো না এই করতলে।

শুনতে চাই না আমার কবিতার পাঠ
কারো মুখ থেকে প্রেমের
কবিতা থেকে অবসর চাই...
মধ্যে সমুদ্দুরে হাবুডুবু খাওয়া
বিরহ থেকে আমি কূলে যেতে চাই...


আমি ভুলে যেতে চাই
তার হৃদয় থেকে হৃদয় আমার
আমি খুলে নিতে চাই
আজ সব ভুলে যেতে চাই.....