তুমি পন্ডিত বসে বসে ভাবো
সবার লেখাই জঞ্জাল!
তোমার লেখাই শ্রেষ্ঠ আহা!
বলেছে তোমায় কোন কাল?
অনেক হয়েছে দেখছি শুধুই
জলেতে ডুবিয়ে ক্ষোভ!
জ্বালাতে যেও না
পোড়াতে এসো না
বুকেতে দিও না কোপ...
সাবধান! করে দিচ্ছি বলে  
আমার কলম উঠলে জ্বলে
পালাতে গিয়েও পড়বে ঢলে
বাতাস পায়েতে দেবে রে দ'লে
ফুলেও দাগাবে তোপ!
পাখিরা জাগবে দলে দলে সব
আকাশের মেঘ কোরে কলরব
হানবে বজ্রাঘাত!
পথ পাবে না রে পথ পাবে না
পালাতে সময় কেউ দেবে না
প্রকৃতির সব কবিতা মিলে
ধরবে কপাৎ পড়বি সপাৎ
করবে নিপাত!গিলিতে দেবে না ঢোক!
রাখবে না রাখ ঢাক!বলবে নিপাত যাক!
আসমান জমিনও মোচর দিয়া
দেখবি কেমন উঠে ক্ষেপিয়া
বলবে দেখবি অহম ভেদিয়া
ও তোর কেবলি নিপাত হোক!!!