কোন কিছুই বদলাবে না
যতক্ষণ না মানুষের গর্দানে এসে পড়ে
মৃত্যুর ঘা...


কিছুই বদলায়নি বস্তুবাদীরা
আগের মতই ভাবছেনঃ
এবার বোঝ্ ঈশ্বর নয় বিজ্ঞানেই বাঁচবে মানুষ!
মানবতাবাদীরা ভাবছেনঃ নে ঠেলা!
মানুষ মানুষের জন্য
কইছি কত বিশ্বাস তো করলি না!


ধর্ম গুরুগণ বলছেনঃঃ
করিওনা মাস্তি
ধর্মের পথে এলিনা তো দেখ্ ঈশ্বরের শাস্তি!


আশাবাদী আর পরিবর্তনবাদীগণ
গুনছেন প্রমাদ...
করোনার ধাক্কা সামলে নিয়েছে বেকুব মানুষের স্বার্থবাদ;


ভাইরাসবাদের নিশ্চিত পতন হলো...
পৃথিবী যেখানে ছিলো নষ্ট মানুষেরা
ঠেলে ঠেলে ঠিক সেখানেই রেখে
দিলো আদি;
কারণ একগুয়ে মানুষেরা বড় চাঁপাবাদী  ..
কারো শ্লোগানে পরিবর্তন নাই....
করোনা বিশ্বাসে ধরাতে পারে নি ফাটল!
স্ব-স্ব বিশ্বাসে মানুষ রয়েছে অটল!!!