বাকিতে বিশ্বাস নেই তাই
চলছে নগদের যুদ্ধ
চলছে ভোগবাদী সভ্যতার দূর্ভেদ্য অপ্রতিরোধ্য
অসভ্যতা
আমি আজ বাকরুদ্ধ! শুদ্ধ-অপরিশুদ্ধতায়
আমি বিক্ষুব্ধ বিশুদ্ধ মানবতাবাদীরা কোথায়?...
অবিশ্বাসী নগদবাদ নারীকে বানিয়েছো
পণ্য
ধর্মকে ছেঁটে গজাতে চাও অধর্মতা আর দৈন্য
ধন্য আজ নাস্তিক্যমন্য সেই সব জঘন্য
গন্য মান্য বন্য মানবতাবাদী পশু
যারা নগদে বিশ্বাসী সেই সব
হায়েনারা ডাকছে তারুন্য
অন্য দিকে..আর স্রষ্টার দিকে যারা
বাড়ায় নগ্ন হাত নগন্য এই আমি
তাদের জন্য দিয়ে যাই অভিশাপ
দিন রাত তোদের ধ্বংস আসন্ন..
অপেক্ষাতে থাক যুগে যুগে আসবেই স্রষ্টার সৈন্য...
শুণ্য থেকেই শুরু হয় সব...পাপ পুণ্যতে বিশ্বাস নেই তাই
আরো অবাধ ঘৃণ্য ভোগবাদ বস্তুবাদ যৌনতাবাদ
গ্রাস করে আমাদের পৃথিবী চেয়ে চেয়ে দেখে
পুঙ্গব আর অকর্মণ্য তবু বরেণ্য নাকি তারাই...
দেখি জগতে অবিশ্বাসীর নৈপুণ্য
অথচ আমরা কেমন সত্য বুকে নিয়ে রয়েছি
আগ্রহশুণ্য হীনমন্যতার অভয়ারণ্য গড়েছি কেবল!!!