এই যে আমি তোমার মতো চাই যে হতে!
কোথায় গেলে কেমনে আমি তোমায় পাবো?
বলতে পারো? ভালোবাসা কেমন তরো?
কেমন জিনিস? মায়ের বুকের উষ্ণ যেমন!
শিশু কালে পেয়েছিলাম তেমন না কী?
বাবার ডাকে ছুটে যেতাম যখন তখন!
কাছে নিয়ে চুমু দিতো! কপাল আমার!
নাই রে কাছে বোনটা সেও চলে গেছে
অনেক দূরে!ভালোবাসায় আদর দিতো
আজকে আমার খেলার পুতুল ঝুন ঝুনিটা
পড়েই আছে অবহেলায় নেয় না তো কেউ!
একটা কাঠের ঘোড়া ছিলো টানতো ভা'য়ে
বসে বসে চাবুক মেরে উড়ে যেতাম তেপান্তরে!
অনেক অনেক মজা হতো গল্প হতো অল্প না তো!
বন্ধুরা সব সাথী খেলার আজকে তারা কল্পনা তো!
যে যার মতো! কেউ কারো নয়! হায়রে কেমন!
দিন এলো রে? হিংসা শুধু সবার ভেতর!
সবাই বলে আমিই বড়! সবাই ছোট!
আমিই জ্ঞানী মূর্খ সবাই! কে কী বোঝে?
আমি যদি হতাম রাজা!সব গুলো দেশ
শান্তি পেতো সুখি হতো! ঝগড়া বিবাদ?
মিটে যেতো শান্তি তখন হাতের মুঠোয়!
হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আৎকে উঠি!
এসব আমার স্বপ্ন শুধু? বাস্তবেতে বোকা আমি!
ধোকা খেয়ে পথে পথে ঘুরছি শুধুই………….!
ভালোবাসা?
শান্তি সুখের নেইকো বালাই!
মাঝে মাঝে জীবন আমার ঘেন্না লাগে!
মনে মনে ভাবতে থাকি…………..
জীবন থেকে কখন পালাই!!