আশ্চর্য এক অদ্ভুত দুঃস্বপ্ন প্রতিদিন দেখি
কারা যেন আমার উরুতে দাঁড়িয়ে তিলেস্মাৎ
ছিঁড়ে নেয় মুন্ডুটা;
তুলে নেয় দু'চোখ বুকে বুট চেপে রাখে
আমি ভয়ে কুঁকড়ে উঠি ঘেমে ক্লান্ত হই দেখে
সেই সব শয়তানের দূত;
কোনদিন আমাকে উলংগ করে সব পেতে চায়!
খেতে চায় স্তনের সব দুধ!
অদ্ভুত স্বপ্ন অদ্ভুত! কুতকুত চোখে চেয়ে থাকে ভূত!
মুত খেয়ে নেশায় বুঁদ হয়ে উঠে পড়ে লাগে
আমাকে বাগে পেতে চায়।
আমার পোষ্যদের বেঁধে রেখে তাদেরই সম্মুখে টেনে ছিঁড়ে খায়!
চলতেই থাকে এমনি অসহ্য বিভৎস অত্যাচার লক্ষ অযুত
তবু যেন যায়না হায়েনাদের মনের জিঘাংসা করে খুঁতখুঁত!
আমি অকস্মাৎ দাঁতে দাঁত চেপে হাত পা ছুঁড়ি;
শরীরে ঝাঁকুনি দিয়ে ঘুম ভাঙানোর অবিরল প্রাণান্তকর চেষ্টা করি;
আমাকে প্রতিরাতে নির্যাতন করা হয় খুব;বারবার আমাকে নিয়ে
সার্কাস খেলায় দেয় ডুব; মুক্ত হয়েও যেন মুক্তি নাই...
বারবার সেই একই দুঃস্বপ্ন ঘুরে ফিরে আসে;
আমি বাংলাদেশ বলে তাই সেই ব্রিটিশ রাজ থেকে
আজ বাবু লাল কানাই;আমলার মামলাতন্ত্র হামলাতন্ত্রের
দুঃস্বপ্ন সামলাতে পারি নাই!