তোমার কাছেতে প্রিয়া যাই আমি যত
দূরে তুমি চলে যাও  বুঝি গো তত
অতটা পাষাণ কেন বলো তুমি অত? ।।


আমি চাইলে তোমার পানে
কেন) সরাও চোখ অন্যখানে
তবু চেয়ে দেখব আড়ালে
আমি) থামবনা শত অপমানে।।
পাষাণ হয়ে গো দূরে থেকে
নিজেকে লুকাবে তুমি কত?


কি সুখ পাও তুমি কাঁদিয়ে
আমাকে এত দুঃখ দিয়ে
হার মানব না আমি তবু
ব্যথার পিয়ালা যাব পিয়ে।।


একদিন আমাকে বুঝবে
পাগল হয়ে তুমি খুজবে
সে আশায় চেয়ে আছি আমি
এ আখি জল এসে মুছবে ।।
কোনদিন যদি মন হয় নরম
শুকাবে এই বুকের ক্ষত।