চলছে চক্র সময়ের বক্র বাণ
বেকুব বনে যাচ্ছে কোথাও
বনের বড় বড় শৃগাল খাচ্ছে নেকড়ের শব;
কলরব চলছে হার-জিতের চালে;
চুলচেড়া বিশ্লেষণ করছে সালোক-
সংশ্লেষ আঁধারের আধারে;
বনে বাদারে প্রেতাত্বারা ঘুরছে;
ঘন ঘোর অন্ধকারে ঘাপটি মেরে থাকা
বন্য কুকুর অন্যের পা শুঁকছে।
ঘামছে বরফ বিবেকের তাপে;
তৃষ্ণা শুকিয়ে যাচ্ছে সত্যের অপলাপে।
অসুরেরা সুর করে গাইছে গীত দেবতার শানে;
বুঝেছি দশ দশ চক্রের চমক বাণে।
রূপোপজীবিনীর মাছলা দিচ্ছে খদ্দের সর্দার;
স্পর্ধার পর্দার আড়ালে আর পাপ নাই;
লাইসেন্স কৃত বন্দুকের হিসাবি গুলির চেয়ে
লিভ-টুগেদারের গেদারিং ধর্ম কত্ত খায়েশ!
আয়েশের লম্বা গোঁফে তেল মাখে চাটুকার কথক;
কে কাকে ঠকাতে পারে এই চ্যালেঞ্জ নিয়েছিল একুশ শতক!