বুকেরি ভিতরে/ এই যে জ্বালারে/ সই
বুঝিনা কেমনে/ কাহারে কবে গো/ কই
তুমি বিনা বুঝি/বেনা এ জ্বালা আর/ কেউ;
সাগরের পাড়/ বোঝে আঘাতেরি/ ঢেউ ।।
বধূ)তুমি ছাড়া যেন/আমিতো কারোরি/নই।।
বুকের........ .........................কই
এ জ্বালা জ্বালাবো/আমি বুকেতে এ/কাই;
তোমাকে দেখাব/হৃদয় পোড়ানো/ছাই;
তবু যদি দেখে/ তুমি বলো সুখ/সই।
বুকের.................................নই
আখিতে ভাসাব/অশ্রু জোয়ারে/নাও;
মানসী আমার/যদি তাতে সুখ /পাও।
তুমি ছাড়া বলো/ কবে আমি সুখী/হই।।
বুকের................................ .নই


ছন্দ: মাত্রাবৃত্ত
পর্ব বিভাজন:৬/৬/২