তোমার প্রেমের উম
জুম হয়ে বাড়ে শুধু বাড়ে
আমার বুকের ভেতর
কল কাঠি নাড়ে
তবু জুড়াতে পারিনা তারে।
তোমাকে ভাবতেই আস্তেই
ভেসে ওঠে ঠোটে আঁকো চুম!
আর হৃদয় বলকে ওঠে
মগজের ভেতর;
ইতর প্রাণীর মত
ফ্যালফ্যালিয়ে তাকিয়ে দেখি
তোমার স্বপ্নে আঁকা মুখ;
সুখগুলো বেহাতি হয়ে
রোদ পোহাতে চায় শীতে;
বিপরীত হল বুঝি হিতে ।
তোমার চুলের ফিতে গাঢ় রঙ
সোনালী হয়।
সোনামাখা শিউলীর
পাপঁড়ি ভেজা চোখ দেখি
বিস্ময়ে ঢোক গিলি;
ঢকঢক গিলে খাই প্রেম;
আবার সে সোনামাখা হেম;
নকঁশীকাথার ফোঁড় এফোঁড়
ওফোঁড় করা ভালবাসার সুঁচ।
কালো কুচকুচ কুন্তলে বুলাই আমি
হাতে ছোঁয়া নেই অনুভুতি প্রেম।