আমার হিস্যা বুঝিয়ে দাও
নইলে নড়তে দেব না এক পা-ও!
তারপর যেথা খুশি চলে যাও…..


আমার পাওনা আমাকে দিয়ে দাও
নইলে দিব্যি নিজের মাথা খাও!
অথবা আমার হাতে তুমি
আজ মরবে রে জেনে নাও!!


অনেক সহ্য করেছি...আর না...
অনেক ধৈর্য্য ধরেছি...  আর না...
তারপর জল অনেক নদীর গড়িয়েছে
অনেক নদী যৌবন শেষে মরে আছে
অনেক ফুলে ফেঁপে হয়েছো বড় বাহ!..
কী প্রস্তুত আছো না?
আজকে তোমার ঘাড়ে শুধু আমাদের পা
পড়বে শুধু লাঞ্চিত-বঞ্চিতদের দূর্বিনীত পদভার
অশান্ত অক্লান্ত অজস্র মুষলধারার সুতীব্র সব ঘা...