জানতে চেয়োনা গো তুমি কেমন আছি
হয়ত এখন মরণের কাছাকাছি ।।


কিছু আঁখি জল ঝরল না হয় আমারি
দেখোনা দুঃখ নরম চোখ দুটি মেলে
কিছুটা দিলাম না হয় সুুবাস এবেলা
এইতো ঝরবো গড়ালে দুপুর বিকেলে ।।
কেঁদোনা ঝরুক সে ফুলতো আমি 'বাসি' ।


আমি)
ফুটেছিলাম রে সো তো ঝরব বলেই
ভালোবাসার ও  শোঁকে মরব বলেই ।।


কি হবে এখন পথ চেয়ে থেকে আর
চলে যাব দেশে আমিতোরে না ফেরার
কত সাধ ছিল ঘর বাঁধি এক সাথে
কত কথা জমা ছিল এ মনে বলার ।।
অনেক তো হলো এবার প্রিয় তবে আসি।


ছন্দঃ মাত্রাবৃত্ত,
পর্বঃ  ৬+৬+২/৩