ভালোবাসি এ কথা/ পারিনি বলতে
গানে গানে বলব/ সে কথাটি আজ
পারব না বিরহে/ আমি তো জ্বলতে।।


ভালোবাসা সে  কিরে/ শুধুই আগুন
পোড়ানোই কি তার /ধর্ম হে বল?
ফাগুন কি আসে না / তবে তার কাছে
প্রেম কি হয় তবে /শুধুই বিফল ? ।।
মিলনের কাব্য / লিখবরে আমি
আজ ভালবাসার / সুফল ফলতে।


আজ কোন দ্বিধাই / রাখব না মনে
ভাঙবোরে অজানা / সংকোচ সব
সব বাঁধা ডিঙাবো/ পেতে গো তোমায়
ভালোবাসার হবে/ এক উৎসব ।।


ভালোবাসি তোমায়/ বলেতো দিলাম
এবার তবে কাছে/ টেনে তুমি নাও
বিরহের অাখ্যান/ শেষ করো তবে
এখন তবে সখি/ ভালোবাসা দাও ।।
বুকেতে চাপা প্রেম/ কষ্ট যে শুধু
ভাল লাগে না আর/ লুকোচুরি খেলতে ।


মাত্রাবৃত্তেঃ পর্ব বিন্যাস ৭+৬ মাত্রার।