জোনাকিরা মরে গেছে
আজ আর দেখি না বিন্নার ঝোঁপের কাছে
এই খানে অজস্র জোনাকিরা ছিল
একদিন উপভোগ করেছি সে সব;
আজ শুধু পড়ে আছে এই গ্রামে
মানুষে মানুষে রেষারেষি
সারি সারি ঘর নেই লাগোয়া উঠোন নেই
মিল নেই মানুষের মনে..
সবার আজ এক আধুনিক আছে
সবার আজ এক আলাদা আছে
আলাদা হওয়ার দর্শনই গেড়েছে বেশি;
আজ শুধু ভিন্নতা-ছিন্নতা বড় হয়ে আছে;
অমিল কবিতা তাই আজ বেশি প্রিয়।
মিল কেউ চায় না
বন্ধন ছিঁড়ে গেছে মানুষ-মানুষের থেকে;
সবাই আজ যেন স্বাধীনতা চায়!
তুমিও চেয়েছিলে তাই
তোমাকে মুক্ত করে দিয়েছি আমি
হৃদয় থেকে;তুমি আজ আধুনিক
জোনাকি চাই না তোমার
এক আলাদা চাই!
চাঁদ নয় জোৎস্না চেয়েছ কেবল
তাই আজ অনেক কবিতা তোমার
এক কবি থেকে মুক্ত হয়েছ তুমি;
তোমার তো কবি চাই না
ছবি হলেই চলে..
তোমার তো মানুষ চাই না
তোমার তো মন চাই না
পাষাণ মুর্তি হলেও চলে!
থাক সে সব কথা থাক..
হৃদয় বিকিয়ে তবু তুমি কিনেছ
এক ভালো দাড় কাক!