বলোতো দিনে সূর্য ওঠে কেন?
কেন রাতে ওঠে চাঁদ?
কাকতালীয় বলবে তুমি
হই না হতবাক!
বলোতো বাতাস
জল হয় না কেন?
হয় নাকো জল বাতাস?
কাকতালীয় বলবে তুমি
করবে উপহাস!
বলোতো কেন আলো আসে?
ঐ দূরের সূর্য থেকে?
রাতে কেন জ্যোৎস্না ভরে
নরম আদর মেখে
ঢেলে দিয়ে ধরার বুকে
দিন হলে যায় ঢেকে?
বলছি তবে আঁতেল আমি
মূর্খ আমি বুঝি না বিজ্ঞান!
স্রষ্টার আদেশ মানব সেবায়
তিনি মহিয়ান
সব করেছেন দান!