হয়তো কোথাও সে আছে
একদিন পড়বে মনে তার
এক উদাসী কবির প্রেম
একদিন ঠিক মনে হবে;
যেখানেই থাকুক আসবেই
ষোড়শী চাঁদ দেখতে সে আসবে
ঠিক এই মাঠের কিনারে
যেখানে ঐ বুড়ো বট এখনও সাক্ষী হয়ে আছে;
খালি পায়ে মাটির স্বাদ নিতে আসবেই সে
শিশিরে মাখাতে পা ঠিক একদিন আসবে
দূর্বা ঘাসে ভরা মাঠে;
আমি অপেক্ষায় থাকি..আছি..থাকব ততদিন
যখন আর কেউ নেই বেঁচে
খেলার সাথিরা, সব একে একে
নিয়েছে মৃত্যুরা কেড়ে;
যখন দু'চোখ ঝাঁপসা হবে চিনতে তোমায়
কষ্ট হবে.. তোমার মুখের আদল নিশ্চিত
হতে হবে হাতের পরখে...