কতবার লিখেছি আবার ছিঁড়েছি
একটি কবিতা তোমাকে উপহার দেব।
হয়নি আজো দেয়া...
খুঁতখুঁতে মন ভেবেছে তখন
তোমার পছন্দ যদি না হয়!
তাই আরো ভাল করে লিখি
আরো ভালো আরো ভালো......
.................................. . .
অতঃপর কমে গেছে চোখের আলো
এখন চশমা ছাড়া দেখিনা ভালো
মনটা হয়ে গেছে আরো বেশি খুঁতখুঁতে
আর ভাবনা কালো!
তোমার বড় ছেলে দেখলাম
প্রথম কবিতার বই বের করেছে
গতবার বই মেলাতে আমিও কিনেছি
অথচ আমার বইটি আজো বের হলোনা;বের করিনি।
তোমাকে প্রথম পাঠক করতে না পারার যন্ত্রনাটি
আমাকে অকবিই রেখে দিল প্রিয়....