করোনা তুমি নিঃষ্ঠুর
তবু কবিতার মতই বহুমাত্রিকতার!
স্রষ্টার এ কবিতার বিশ্লেষণ শেষ কি হবার?..শেষ কি হবে?..
প্রান্তবিহীন কুল-কিনারহীন এক কবিতা!
তুমি ভয়ংকর আর বিশ্রী সুন্দর!
তোমাতে যে যা খোঁজে আজ পেয়ে যায় তা
কি অদ্ভুত!সত্যিই 'অদ্ভুত' শব্দের যোগ্য
সমার্থক তুমি তা..!


সবাই খুঁজতে উদ্যত..
কেউ খোঁজে ষড়যন্ত্র তত্ব
কেউ খোঁজে এখানে অমর্ত্য
কেউ খুঁজে পায় প্রকৃতির শর্ত
কেউ ভাবে ভাবার অর্থই অনর্থ..!
.......................................
তবু এ মর্ত্য যত্র-তত্র চলছে তর্ক-বিতর্ক...!!!!
তাতে করোনার কি এসে যায়?.. স্বর্গ কি নর্ক ?...
ডুবে যাক অথবা থাক নব অর্ক..
মানব তুমি ডর্ক কি ভর্ক?..
কর্কশ...
বিধাতার ভারসাম্য নীতি আমরা বুঝি না হায়!
কি আদেশ ভরা আছে তার বুকে আমরা বুঝি নাই...


কিন্তু তাঁর আদেশ মহা অনিবার্য..
তাঁর আদেশে যা ধার্য কার্যকর হয়ে গেছে তা
যতটুকু বাকি আছে তাও হবে তা..
তুমি আমি কতটুকু ক্ষমতা রাখি
সবই জানেন তিনি
তাঁর আদেশ হলেই
কেবল আমরা প্রতিরোধ গড়তে পারি
কতটুকু পারি?..কখন পারব?...
সব জানা তার...মাঝখানে অন্ধকার..
তুমি আমি হাতরিয়ে..সাঁতরিয়ে..
আর কতদূর যাবার....??...


তবে অনুমান করতে তো পয়সা লাগে না..
এ দুনিয়ায় সবচেয়ে বেশি
ভেবেছিল যে ক্ষমতাধর...
আজ সবচেয়ে বেশি মৃত্যুই তার!!


So..
'Corona' is the word of whirled
And he is the talk of the world...


প্রভু সব জানে..তবু কেউ কেউ বলবে
কাকতালীয় সব..তারা চায় না পরাজয়
কাক আর শকুনেরা চিরদিনই ধার্মিক হয়!!?