এখন কবিতার হাত ফসকে যায়
কবিতার শব্দগুলো মচকে যায়
হৃদয়ের ভেতরে গজিয়েছে কষ্টের হাড়
জমে গেছে বেদনার সু-উচ্চ কালো পাহাড়
বুকে তার এখন বয় না কোন নদী ঝর্ণা থেকে
নামে না কোন গলে যাওযা উষ্ণ চোখের বরফ শীতল
হাতখানি চেপে থাকে অক্ষম করতলে আমার পাঁচটি আঙুল
হস্ত রেখার অবতল খাদে খোঁজে না পরিচিত নরম তালুর সুখ
অসুখের মত বিঁধে থাকে কিছু মিথ্যা শান্তনার সুঁই..........।।।