পুরনো সে শব্দগুলো নেড়েচেড়ে রেখে দেই
তোমার ঝিমানো সেই স্মৃতির দুপুর বেলা
বিচালি মুখে চিবুতে ভুলেছিল বেখেয়ালে
গোয়ালের গাভি;পুকুরের হাস ভেসেছিল
সাঁতার ভুলে কোথায় হারিয়েছিল অকূলে
কবিতারা খুঁজেছিল কোন ব্যাকুল আকাশ
নির্মেঘ তোমার সেই মুখের 'পরে উড়ছে
এলেমেলো চুলগুলো কি দুঃসাহসে সেদিন!
ছুঁয়ে দেখেছিল হাত রাত নেমে এলে তুমি
আমি কতদিন বসে পুকুর পাড়েতে নিরব
একটি কবিতা লেখা চাঁদ দেখা সে শৈশব!