আমি কথা দিলাম
আবার কবিতা লিখবো আমি;
যদি ফিরিয়ে আনতে পারো অভিমানী পথ ধরে
যে চলে গেছে কবিতার অলংকার সব চুরি করে
যে মেয়ে চলে গেছে এক নিরুদ্দেশে
স্বেচ্ছা নির্বাসনে
কবিতাও যার সাথে কাটায় নির্বাসন ;


এখন উঁকি দিয়ে সাবধানে দেখি
হৃদয় অলিন্দ রক্ত গোস্ত সব আজ পর  
বুকের প্রকোষ্ঠ এখন শুধু এক পরিত্যক্ত ঘর
এখানে
এখন থাকে না তারা কবিতারা কেউ
রাত হলে ফেউ কুকুর কিছু করে ঘেউ ঘেউ
এখানে দখলে নিয়েছে কিছু আরশোলাতেও
পুরাতন কবিতা যা ছিল কেটে ছেঁটে ইঁদুর
হয়ত খেলছেও;
আমি আজ তাই কবিতার মধু ফেলে
দিনরাত
মেতে থাকি আঁধারের বৃত্তে-পান করি
মৃত্যু তবু আসে যদি সেই মেয়ে কবিতা হাতে
শেষকৃত্তে আমার;
যদি এক ফোঁটা বৃষ্টি জন্ম দিতে পারো আজ
মেঘে মেঘে ঘর্ষণে পোয়াতি হলে সে
মেয়ের চোখ
হ্যাঁ কথা দিলাম তবে সেই দিন
কেবল ভুলে যাবো শোক
মৃত্যুকে ঝেড়ে ফেলে উঠে আসবে
কেবল কিছু
অমর কবিতার বিদেহী পালক...!
কথা দিলাম!!