একদিন ছিলাম না আমি কিন্তু ছিলাম
তবে কিভাবে? কোথায়? কার কাছে?
বাবার ভেতর? মায়ের ভেতর?
নাকি দুই খন্ড দুজনার কাছে?
নাকি বাংলার শস্যের ভিতর?
লুকিয়ে ছিলাম ধান ক্ষেতের মাটির ভেতর?
ছিমের জাংলা লাউয়ের মাঁচার নিচের মাটির ভেতর?
মাটি থেকে শস্য দানা আহার করে
মানুষের রক্তের ভেতর তারপর শুক্রাণু ডিম্বাণু তারপর ভ্রুণ তারপর... এভাবে
এই মাটি থেকে উঠে এলাম আবার
ফিরে যাবো বাংলার
মাটিতে মিশে!.....