কবিতা আর কৌতুক কে বেশি আজকে সফল?
হাসতে না চাইলেও হাসাতে গিয়েছে ধকল
সকল কবিতা তাই লাগছে কৌতুক কেবল
তোমার দাঁতের ফাঁকে আটকে থাকা সেই হাসি
ভালোবাসি বলেছি যে সে কথাও হয়েছে বাসি
আজ বুঝিনা কৌতুক নাকি চাও কবিতা রাশি
রাশি হাসি বাঁশি হয়ে বাঁজে বোশেখ শেষে এসে
আমার সব কৌতুক কবিতা হবে কবির বেশে
যদি তুমি দেখো চেয়ে আমার সোনার এ দেশে!
মৃত্যুও পরাজিত হয় জানি ভালোবাসার কাছে
মৃত্যুর কাছে গিয়ে দেখি জীবনেরা লুকিয়ে আছে..!