হঠাৎ ঝলসে ওঠে ধুমকেতু
হঠাৎ পাই মনে সংযোগ সেতু
বোধের অন্তরাল হতে ছিটকে আসে
বহুদূরের ছায়াপথের আলো
অতিজাগতিক নক্ষত্রের বর্ণালী;
দৃষ্টিবীক্ষণ শেষে শুষে নেই শুভ্র সে পবিত্র সুধা।
ক্ষুধা তবু থেকে যায়;মন তবু আরো চায় পেতে
চায় দেখতে অতুল সে না দেখা রূপ; চুপ! চুপ!
নিশ্চুপ প্রেম উত্তাল হয়;সয় না জ্বালা বাঁকা
পথের সময় অধৈর্য্য লাগে চাই আজ
সহজ সরল সাদা এক পথ পেলে
গন্তব্য থাকেনা বেশি দূরে।