সেদিনের ফেলে আসা পথ
অতীত শপথ
আমাকে পিছু টানে;
ফিরে যাই সবুজ জীবনে;


সেই নরম মুখ খানি, নরম চাহনি
নরম চুল তার মনে পড়ে;
আজো কি পথের ধারে, চেয়ে আছে
নরম হৃদয়ের মেয়ে?
নরম শাড়ী কি তার ঝুলে আছে
উড়ছে কি আঁচল নরম বাতাসে?
নরম সুগন্ধের গায়ে?


পায়ে তার ঘুঙুরের নরম আওয়াজ;
আলতা পড়ে কি আজো নরম পায়ে?
অথবা অশ্বথ ছায়ে আজো কি বসে?
বোশেখের নরম বিকেলে
তার নরম চোঁখ দু'টি মেলে??