অনেক কবিতা লেখা আছে
পৃথিবীর পথে পথে দেখি
প্রকৃতির সে সহজ ভাষায়
রূপে রসে গন্ধতে ভরে
যে কবিতা লিখেই চলেন
অবিরাম মহান যে কবি
সৃষ্টি কলম তাঁর হাতে
যার ভাষা বোঝে না কেবল
অন্ধেরা দেখেও দেখে না
তাদের দেখাতে কে পারে?
বুঝে তবুও বোঝে না যারা
তাদের কে বোঝাতে পারে?
মৃত্যু কেবল মৃত্যুই তো
চোখে আঙুল দিয়ে দেখাবে
কবি তুমি থাকবে না তবে
থাকবে যে কবিতা সকল
তাই মৃত্যুকে জয় করা
শিখি আমৃত্য স্রষ্টার
কবিতা পড়ে পড়ে বাঁচবো
মৃত্যুর জন্য কেবল!!