কোনদিনও যাচিনি তোমায়
হে কবিতা,  
তবে কেন নিয়েছ আমারি
পিছু কষে;  
পুকুরের ঘাঁটে গেলে,
গরু নিয়ে মাঠে গেলে,
বাজারে কি হাটে গেলে,
মিটিমিটি হেসে দেখি
তুমি আছ বসে;
যখনই মেঘ দেখি,
নদি কিংবা লেক দেখি,
থালা ভরা কেক দেখি,  
মনে হয় ফেক দেখি,
কুঁয়োতে ছাই ভেক দেখি,
নাকি, কবিতাকে দেখি,
চোঁখ ঘষে ফের দেখি,
মাছের এক ঘের দেখি,
আরও বেশি ঢেড় দেখি,
সবখানে চষে;
কপালে চোঁখ তুলে দেখি!
ঠিক তুমি বসে;
মিনতি করি তোমায়
হে কবিতা,
আমায় একা থাকতে দাও ।
ক্লান্ত হয়ে ঘুমিয়ে দেখি,
ধুৎ সেখানেও স্বপ্নের ভিতর !
আর না, এবার থামো ।
বিশ্বাস কর, আমি কবি নই ।
প্লিজ কবিতা, একটু শান্তিতে
ঘুমুতে দাও আমায়;
দয়া কর এ অকবিকে...