জল ঢাল কেউ আমায় ওরে
কাঁপছি আমি প্রেমের জ্বরে ।
তপ্ত এ বুকের ভিতরে
মনটা প্রেমের চুলোয় পুড়ে
ছাই উড়ে যায় অচিনপুরে৷
স্বজন আমার বহুদুরে
মুখ ভাসে তার গগণচূড়ে
আমি ভালবাসি যারে
এনে দাওগো আমায় তারে৷
একেলা এক নদীপাড়ে
সে যে আমার মন কাড়ে
ঘুরে ফিরে ঘুরে ঘুরে
তারই কথা মনে ধরে
ফিট হয়ে যাই আমি ওরে ।
জল ঢাল কেউ আমায় ওরে
কাঁপছি আমি প্রেমের জ্বরে ।
জীবন সাধ গেল ফুরে
কথা দিল নড়বড়ে...
বেঁচে কি লাভ ধরনীপরে
বিরহ খাবে কুঁড়ে কুঁড়ে ।
আমার আশার বালি গুঁড়ে৷