আমি মরে যাই তিলে তিলে...
নীলে নীলে আকাশ পায় বুঝি তা টের
ব্যাথায় কোঁকড়ানো কালো মেঘ কাঁদে ফের
কবিতার গাংচিল মিল অমিলের পৃথিবীতে ঢের
ছন্দ খিল খিল করে হাসে
নিয়তি ব্যাঙ্গ করে
পরে পৌষের মাঝরাতে
আমি ছুটে যাই তোমারি কাছে
আছে এখনো পথ বাঁচানোর
যদি তুমি ফিরে আস কাছে আবার