আমরা জেগে জেগে লিখি
আর তোমরা ঘুমাও বন্ধু ।
আর তোমরা ঘুমিয়েছ বলেই
আমরা জেগে আছি ।
আমরা জেগে থাকি চিরকাল
তোমরা যখন ঘুমাও ।
আবার আমরা ঘুমিয়ে গেলে
তোমরা জেগে উঠো ।
এ কলম ভোতা হয়ে গেলে
বিবেক বিকিয়ে দিলে
তোমাদের লাঠির মাথায়
জ্বালিও মশাল ।
কলমের কালিতে কাজ
না হলে, রক্ত দিয়েই
আমাদের স্বাধীনতাকে
ফিরিয়ে আনব বারবার ।
রক্ত বিনে পাইনি এ দেশ,
ভাষা -পাব কি অধিকার?