তোমার জন্য
খেসারি কলাই ফুলে
অপরাজিতার দুলে
দখিন দুয়ার খুলে
সবকিছু ভুলে
বসে আছি,তুমি আসবে বলে ।


বেতের ফল
পেঁকে হয়েছে লাল
শ্যামা পাখিতে ভরে গেছে
টিনের চাল
বৃষ্টির জলে মিশে গেছে
ধানের ও পাটের
ক্ষেতের আল


নতুন জলে মাছের পোনারা
খেলছে মাতাল
তোমার ঘরের কাছে
জাল পাতা আছে
টেংরা পুঁটি তুমি
ভালবাস বলে আমি আজ
শিকারি, অন্ধকার শিকার করি
তুমি আঁধার ভালবাস বলে


কাকের বাসা বদল
হয়েছে কবেই
অশ্বথের মাথায়
নতুন বাসা হবেই
শালিকের নতুন ছানারা
সারাদিন কিচ্ কিচ্ করে
আমার বুকের ভিতরে
একটা বেজোড় ঘুঘু কাঁদে
তোমার প্রতীক্ষায় ।