কতদূর পৃথিবীর পথ
ছুটে চলার এই জগৎ
কোকুনের ভেতরে মথ
তারপর প্রজাপতি হওয়া
বিবর্তনের শপথ ।


আবর্তনের এই গোলক
প্রেয়সীর নাকের নোলক
কানের দুল, চোখের পলক
কাশ ফুল সাদা শরৎ ।


নদীর চড়ে মোদীর চোখে
চখা চখি বালিহাস
শিকারির শ্যেন দৃষ্টি
ছটফটে কপোতি কপোত ।


কতদুর পৃথিবীর পথ
বৃহৎ বট-অশ্বথ
এরাও মরে যায়
একদিন আলবৎ !