খুবই ভালবাসতে কবিতাকে তুমি
ভালবাসতে নীলাকাশ আর
বাংলার মিঠা জল
আর সবুজ এই ভূমি ।


আমি লিখতাম আর তোমার
সুন্দর কন্ঠে আবৃত্তি হত
জোছনা ভরা রাতে ।


তোমার আবৃত্তির সাথে
সুর মেলাতো ডাহুক আর পেঁচা
খুবই ভাল লাগত তাতে ।


নারকেল বাগানের কাছে
আজো আছে আলবৎ
সেই মাঁচা বাঁধা, আমি বসে থাকি
কবিতা লিখি আর পান করি
জোছনার মদ ।


সেই ডাহুক পেঁচারা আজো আছে
সেই কবিতা আছে অথচ,
তুমি নেই ...