বাহিরে বরিষে ভারি বরষা
বুকেতে জাগিল ব্যাকুল তিয়াষা
তোমাকে পাওয়ার বিষম নেশা
জাগিল মনেতে আজি ।


মেঘে মেঘে আজ বজ্র নিনাদে
গহীন গোপনে কে যেন কেঁদে
আমার ভেতরে ব্যাথার সায়রে
অতল পাথারে ডুবিল আজি ।


অশান্ত আষারের এই অনুরণ
করিছে উতালা নাকি আনমন  
নাকি আনচান মনের মাঝি-আজি
বিবাগী হইব তোমার লাগি।