কোথাও হারিয়ে যাব
দু'চোখ যে দিকে চলে যায় ।
আকাশে আকাশে মেঘ
যে দিকে বায়ু বেগ
সে দিকেই হয়ত হারায় ।
আঘাতে আঘাতে
সফেদ ফেনায়
সায়রের ঢেউগুলো
সায়রে হারায় ।
কোথাও চলিয়া যাব
পেঁচার গন্ধ মাখা পথে
নীল অন্ধকার রাতে ।
অথবা, ডাহুকের ডাক শুনে
সজারুরা চনমনে
শিকার খুজতে যাবে মাঠে
জঙ্গলে ঝোঁপ ঝাড়ে
এই যে জলার ধারে
ওৎ পেতে রবে ।
শিশিরেরা টুপ টুপ
হয়ত ঝড়িবে খুব
জানি সে রাতের
অশ্রুগুলো খুব দামি ।


এই সব দেখে দেখে
গায়েতে জোছনা মেখে
কোথাও হারিয়ে যাব আমি ।
পথের দুই ধারে
দাড়িয়ে সারে সারে
জুঁই বেলী চামেলীরা হায়
ঝরে পড়ে কাঁদবে বুঝি তায় ।