কোকিল ডাকা কোন এক
উদাসীন দুপুর বেলা
তুমি এসে বসে ছিলে পাশে
ছড়ায়ে দু'পা ঘাসে;
আমি বসে ছিলাম কৃষ্ণচূড়ার তলে ।


নীল মাছরাঙাটি চেয়ে থাকে জলে
আমার চোখ ছিল
নীলটিপ তোমার কপালে ;
জানিনা বুঝেছিলে কিনা
সেদিনের ভাষা
জেগে ছিল যা এই মনের অতলে ।
মিটাতে পেরেছিলে কি সেই তিয়াষা?
শুকনো বালুচর আজও জাগে
অতৃপ্ত বুকের গহীনে, ওড়ে গাঙচিল;
দীঘির নীরে কাঁদে নীল কমল ।