কি সুন্দর মিথ্যার
কি মোহিনী রুপ!
আধাঁরের উপরে আধাঁর
তার উপরে কালকূট আধাঁরের স্তর
গহীনের গহীনে এক অন্ধ কুপ!


কি সুন্দর সাজানো গোছানো
চকচকে প্রবঞ্চনার স্তুপ ;


কি সুন্দর মিথ্যার
কি মোহিনী রুপ!
মিথ্যার বিটকেল পঁচা দুর্গন্ধ
লুকাতে চায় জ্বালিয়ে
উৎকট প্রপঞ্চ আগর আর ধূপ!


কি সুন্দর বাঁকা পথে
সত্যের করে মোকাবেলা
কি সুন্দর বদমায়েশদের খেলা!
কি সুন্দর আনন্দ নৃত্য
কি সুখে ভাসে ওদের চিত্ত!
হৃদয় বলে দেখে যা না, চুপ!!