কবিতার শিরোনাম
দিতে চাইনি আমি
তবু দিতে হবে!
শিরোনামহীন
কবিতা হয় কি ভবে?
থাক্ শিরোনাম
আসল কবিতা বলি
ভুলোমনা কবি আমি
ভুলে যাই সকলি ।
ভুলে যাই তাই
লিখে রাখি
পরে জোড়া লাগাই !
আজকের সেই লেখাগুলো
ছিল যে খাতায়
কামড়ে যে তা নিয়ে গেল
হুলো বিড়ালটায়!
এত খুজেও খেরো খাতা
পেলামনা রে ভাই ।
মাছ খাবেনা গোশ খাবেনা
কবিতা তার চাই!
এমন বিড়াল
পাজি বিড়াল,আর
একটি দেখি নাই !
বিড়াল কাব্য রাখি তবে
বলি আসল কথা ভাই,
আগের লেখা
পুরনো সে
খাতাগুলোও  নাই,
নাইকি বলি
আছে ঠিকই
কাগজ কুঁচি পড়ে
ইদুর ব্যাটা দাঁত চেঁচেছে
কবিতার অক্ষরে !
যাক্ গে তবু
একটা লেখা রেখেছিতো
বিছানার ঠিক নিচেই
বউয়ের ভয়ে তাও ছিঁড়েছে?
ছোট মামা মিছেই!
কপাল খারাপ
নইলে কেন
এমন গোলমাল!
মেজাজ খারাপ
ঠুকছি তাই
দেয়ালে কপাল!!